‘সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ’-এর চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠন


চট্টগ্রাম : মো. নাজিম উদ্দিনকে সভাপতি ও মো. নাছির আলী খান পান্নাকে সাধারণ সম্পাদক করে ‘সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ’, চট্টগ্রাম উত্তর জেলা শাখার আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মোয়াজ্জেম হোসেন রিয়াদ এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল হক হিরণ নতুন এই কমিটির অনুমোদন করেন।

কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি তপন কর্মকার, সহ সভাপতি কাজী মো. মামুনুল ইসলাম, মো. মহিবুল হক রকি, অসিত দে বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল দাশ, সেলিম উদ্দিন, মো. আনোয়ার আজিজ, সাংগঠনিক সম্পাদক মো. মনির তালুকদার, রানা বড়ুয়া, জেকি বড়ুয়া, জুয়েল চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাম্মেল হক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী পরাগ বড়ুয়া, দপ্তর সম্পাদক নুরুল আজিম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুন্না দে, সহ সম্পাদক মো. নাছির উদ্দিন, মো. শাহেদ।

প্রসঙ্গত, ‘সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ’ দেশের সর্ববৃহৎ পরিবেশ বিষয়ক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই পাহাড় রক্ষা, নদী দখল-দূষণ,বনভূমি নিধন প্রতিরোধ ও বণ্যপ্রাণী সংরক্ষণসহ সমগ্র বাংলাদেশে পরিবেশ-প্রকৃতি সুরক্ষায় কাজ করে যাচ্ছে।’

একুশে/প্রেসবিজ্ঞপ্তি