চট্টগ্রামে এসএসসি পরীক্ষাকেন্দ্রের সচিব বহিষ্কার

চট্টগ্রাম: দায়িত্বে অবহেলার দায়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা আর্দশ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্রের সচিব মোহাম্মদ আলতাজ মিয়াকে বহিষ্কার করা হয়েছে। বুধবার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার সুইটি এ নির্দেশ দেন।

তিনি বলেন, বুধবার সকালে শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গার্হস্থ্য অর্থনীতি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রায় ৩০টি প্রশ্নপত্রের সংকট থাকায় প্রশ্নপত্র ফটোকপি করে পরীক্ষার্থীদের মাঝে বিলি করেন কেন্দ্রসচিব। নির্ধারিত স্থান থেকে প্রশ্ন না এনে তিনি দায়িত্বে অবহেলা করেছেন। কর্তৃপক্ষকে না জানিয়ে প্রশ্নপত্র ফটোকপি করে সরবরাহ করায় তাকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।