রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে রাউজান আরআরএসি উচ্চ বিদ্যালয় মাঠের ফজলে করিম চৌধুরী গ্যালারীতে লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন ঘটনাস্থলে যান।
স্থানীয়রা জানান, বৃদ্ধ লোকটি অনেকদিন ধরে রাউজানে ছিলেন। মাঝে মাঝে দিনমজুরি করতেন। তিনি স্থানীয়দের বলেছিলেন, তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।
রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা করছি। তার কাছে কিছু নগদ টাকা, মোবাইল ও চিকিৎসকের প্রেসক্রিপশন পাওয়া গেছে।