চট্টগ্রাম : আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী প্রচারণা করতে যাওয়া কেন্দ্রীয় যুবলীগের উপ প্রচার সম্পাদক আদিত্য নন্দীকে ছুরিকাঘাত করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, আবুল বশর ও মো. জাহেদ।
আজ রোববার নগরের ষোলশহর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক।
তিনি একুশে পত্রিকাকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে কেন্দ্রীয় যুবলীগের উপ প্রচার সম্পাদক আদিত্য নন্দীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি পাঁচলাইশ থানায় মামলা করেছেন। মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে রোববার (২৪ জানুয়ারি) দুপুর ২ টায় পাঁচলাইশ থানার কসমোপলিটন এলাকায় মেয়র গলির মুখে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবলীগের আয়োজনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী প্রচারণার মিছিল চলাকালে আদিত্য নন্দীর উপর অতর্কিত ছুরিকাঘাত করা হয়।
এর আগে যুবলীগের এই মিছিল নিয়ে আদিত্য নন্দীর সাথে কয়েকজনের কথা কাটাকাটি হয়।
ঢাকায় রাজনীতি করে আসা চট্টগ্রামের সন্তান আদিত্য নন্দীকে প্রাথমিক চিকিৎসার জন্য জিইসি মোড়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় চলে যান।