লাহোরে পিসিএলের শিরোপা লড়াইয়ের ম্যাচে নামতে পারবেন না অলরাউন্ডার শহীদ আফ্রিদি। হঠাৎ করে আঙুলের ইনজুরিতে পড়েছেন তিনি। ফলে তাকে পাচ্ছে না তার পাকিস্তান সুপার লিগ দল পেশোয়ার জালমি। পাকিস্তানের সাবেক অধিনায়ক তাই কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ফাইনালে থাকছেন না।
শুক্রবার ১১তম ওভারের সময় মাঠ থেকে বেরিয়ে যান আফ্রিদি। একটা ক্যাচ নিতে গিয়ে ব্যথা পান। ওয়েস্ট ইন্ডিজের বিগম্যান কাইরন পোলার্ডের শট ছিল। দুবাইয়ে এই শেষ কোয়ালিফায়ারে করাচি কিংসকে ২৪ রানে হারিয়ে ফাইনালে ওঠে আফ্রিদির জালমি। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের হাতে সেলাইও পড়েছে। চিকিৎসকরা তাকে অন্তত ১০ দিন বিশ্রাম নিতে বলেছেন।
