‘ধানের শীষে ভোট এখানে হবে না, চলে যান (ভিডিও)’


চট্টগ্রাম : বিএনপি সমর্থিত ভোটারদের ভোট প্রয়োগে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে দেলোয়ার হোসেন নামে চকবাজার ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ এসেছে একুশে পত্রিকার হাতে।

ভিডিওটিতে দেখা যায়, বুধবার (২৭ জানুয়ারি) ১৬ নং চকবাজার ওয়ার্ডের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের শাহ আলম বীর উত্তম ভোট কেন্দ্রে চকবাজার ওয়ার্ডের বিদ্রোহী প্রার্থী দেলোয়ার হোসেন ফরহাদ বিএনপির ভোটারদের বাধা দিচ্ছেন। এসময় নগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফয়সাল ইকবালকে ভোট কেন্দ্রের গোপন কক্ষে পাঁয়চারি করতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, একজন ভোটার ভোট দিতে গোপন বুথে যান। এসময় তাকে বের করে দিয়ে দেলোয়ার হোসেন ফরহাদকে বলতে শোনা যায়, ‘এখানে ধানের শীষে ভোট হবে না।’

এসময় ওই ভোটার প্রতিত্তোরে বলেন, ‘আমি ধানের শীষে ভোট দেব। আমারটা আমি দেব।’ তখন সেই ভোটারকে দেলোয়ার বলেন, ‘তাহলে আল্লাহর নাম নিয়ে চলে যান।’

ভোটদানে বাধা পাওয়া এই ভোটারের নাম আবুল বাশার। একুশে পত্রিকাকে তিনি বলেন, ‘ধানের শীষের ভোট হবে না বলে গোপন কক্ষের সামনে এক ব্যক্তি আমাকে চলে যেতে বলেন। আমি তো আমার ভোট দিতে গেছি কিন্তু আমার ভোট উনারা দিয়ে দিয়েছেন। দিয়ে দিয়েছেন অসুবিধা নেই।’

এসময় দেলোয়ারকে পেছন থেকে বলতে শোনা যায়, ‘এই যাও যাও।’

প্রিসাইডিং অফিসার প্রিটন কান্তি নাথ ও পুলিশ সদস্যদের সামনে এই ঘটনা ঘটলেও এসময় তাদের নীরব থাকতে দেখা যায়।

একুশে/এমআর/জেইএস/এটি