রাঙ্গুনিয়া, রাউজানে প্রথমদিনে করোনার টিকা পেলেন ৯০ জন

রাঙ্গুনিয়া ও রাউজান ও রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় করোনার টিকা কর্মসূচির প্রথম দিনে টিকা পেলেন ৯০ জন। এরমধ্যে রাউজানে টিকা পেয়েছেন ৭০ জন ও রাঙ্গুনিয়ায় ২০ জন।

রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় প্রথমদিনে ৭০ জন অক্সফোর্ড এস্ট্র্রাজেনেকা উদ্ভাবিত ও সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি করা কোভিড-১৯ এর প্রতিষেধক টিকা গ্রহণ করেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, ইউএনও মো. মাসুদুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেহানুল ইসলাম। রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে সকাল ১০টা ৩৫ মিনিটে প্রথম টিকা নেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের গত কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর।

এরপর উপজেলা কৃষক লীগের সভাপতি মান্নান তালুকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগারসহ আরো ৭০ জন করোনার প্রতিষেধক টিকা নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহানুল ইসলাম বলেন, ‘রাঙ্গুনিয়ায় প্রাথমিকভাবে ২০ হাজার ৩১৭ ডোজ ভ্যাকসিন পাওয়া গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি কেন্দ্রের মাধ্যমে নিবন্ধনকৃতদের এই টিকা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, অনলাইনে নিবন্ধনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্তদের পর্যায়ক্রমে টিকা দেওয়া হচ্ছে। প্রতি ১০জনের জন্য একটি ভায়াল ব্যবহৃত হচ্ছে। দ্রুত প্রতিটি ইউনিয়ন পরিষদে টিকা কেন্দ্র খোলা হবে। এজন্য স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।

রাউজান
চট্টগ্রামের রাউজানে করোনাভাইরাসের প্রতিষেধক কভিশেল্ড ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধনের পর রাউজানের ২০জনকে ভ্যাকসিন প্রদান করা হয়। রাউজানে প্রথম ভ্যকসিন নেন রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট হারাধন বিশ্বাস দে।

এছাড়া ভ্যাকসিন নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়রুল ইসলাম, রাউজান প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শফিউল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরীসহ চারজন চিকিৎসক, দুইজন পুলিশ সদস্য, চারজন মেডিক্যাল স্টাফ ও দুইজন নার্সসহ মোট ২০জন। ভ্যাকসিন প্রদান করেন বটন লাল বড়ুয়া, অঞ্জনা দে।

রাউজানে প্রথম ধাপে সাড়ে ৯ হাজার মানুষকে করোনা ভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন প্রদান করা হবে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে রাউজান উপজেলা নির্বহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দ্বীনের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হয়দর চৌধুরী বাবুল।

উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, কাজী মোহাম্মদ ইকবাল, শাহা আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন, রাউজান পৌরসভা নির্বাচনের আ.লীগ মনোনীত মেয়র প্রার্থী জমির উদ্দিন পারভেজ, জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, আলমগীর আলী, অ্যাডভোকেট দিলীপ কুমার চৌধুরী প্রমুখ।