শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

চট্টগ্রামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

| প্রকাশিতঃ ২৩ মে ২০১৬ | ৪:৩৬ অপরাহ্ন

murderচট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পৌর সদর এলাকা থেকে নাসির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাসির উদ্দিন চন্দনাইশ পৌরসভার হাজীর পাড়া এলাকার সিরাজুল মোস্তফার ছেলে।

চন্দনাইশ থানার এসআই বশির উদ্দিন জানান, পৌর সদরের বড়–য়া পাড়া এলাকায় সড়কের পাশ থেকে নাসির উদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে। তার গলা কাটা এবং বুকে ছুরির আঘাত ছিল। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।