
চট্টগ্রাম : টিকা নিয়ে রাজনীতির পক্ষে নন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের ডক্টরস কর্নার থেকে করোনার ভ্যাকসিন নেওয়ার পর একুশে পত্রিকার কাছে এ মন্তব্য করেন ডা. শাহাদাত।
তিনি বলেন, ‘এই মহামারী পরিস্থিতিতে করোনার টিকা নিয়ে আমি কখনোই রাজনীতি করিনি, করবো না। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সবাই যাতে করোনার টিকা পায়। আর নির্দিষ্ট তাপমাত্রায় এই টিকাগুলো সংরক্ষণেরও একটি বিষয় আছে। কারণ তাপমাত্রার অবস্থা ঠিক না রাখলে টিকার কার্যকারিতা থাকবে না।’
তিনি বলেন, ‘সরকার ৭০ লাখ ডোজ করোনার টিকা নিয়ে এসেছে। যার মানে হলো ৩৫ লাখ মানুষ এই টিকা নিতে পারবে। শুধু নেতাকর্মী নয়, তৃণমূল পর্যায়ের মানুষেরা এই টিকা পাচ্ছে কিনা সেটাও দেখার বিষয়। এই টিকা সার্বজনীন, কারণ টিকা নিতে দল মতের বিষয় আসছে না। সকলেরই এই টিকা নেয়ার অধিকার আছে। – যোগ করেন ডা. শাহাদাত।
