চট্টগ্রাম : পরিবেশের ছাড়পত্র না থাকায় এবং বায়ু দূষণের অপরাধে চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ প্লান্ট ও স্ট্যান্ডার্ড লুব অয়েল লিমিটেডকে পাঁচ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।
আজ বৃহস্পতিবার শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।
পরিবেশের ছাড়পত্র না থাকায় উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত জিপিএইচ প্লান্টকে ১ লাখ টাকা এবং কুমিরা এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড লুব অয়েল লিমিটেডকে ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মোয়াজ্জেম হোসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিপিএইচ প্লান্ট পরিবেশের ছাড়পত্র না থাকায় এবং স্ট্যান্ডার্ড লুব অয়েল লিমিটেড পরিবেশ দূষণ করায় উক্ত দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাকে আজ শুনানিতে ডাকা হয়।
জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে ওই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
