
চট্টগ্রাম : যুক্তরাষ্ট্রের মারকিউট বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক অভিজিৎ হীরার (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তাঁর মরদেহ উদ্ধার করেন সহকর্মীরা।
এর আগে ২০১৯ সালে পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রের মারকিউট বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমান অভিজিৎ। সেখানে তার পড়াশোনার বিষয় ছিল ইলেকট্রিকাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং।
তিনি ওই বিশ্ববিদ্যালয়ে টিচিং অ্যাসিসটেন্ট হিসেবেও কর্মরত ছিলেন। গবেষণায় ওয়ারলেস নেটওয়ার্ক ও এনক্রিপশন টেকনোলজি নিয়ে ইতোমধ্যেই ১২টি পাবলিকেশন সম্পন্ন করেছেন তিনি।
উল্লেখ্য, অভিজিৎ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে ইলেক্ট্রনিক্স ও টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক সম্পন্ন করেন। পরে ২০১৮ সালে চুয়েটে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেছিলেন তিনি।
অভিজিৎ গোপালগঞ্জের টুঠামান্দ্রা গ্রামের মৃনাল কান্তি হীরার সন্তান।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় চুয়েট ভিসি বলেন, অভিজিৎ হীরা একজন মেধাবী শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুতে চুয়েটের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এদিকে অভিজিৎ হীরার মৃত্যুতে চুয়েট শিক্ষক সমিতি শোক জানিয়েছে। এক শোকবার্তায় সমিতির পক্ষ থেকে তাঁর পরলোকগত আত্মার শান্তি কামনা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অভিজিৎ হীরা স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে।
