কক্সবাজার প্রতিনিধি : কারাভোগ শেষে এক নারীসহ ২৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে মিয়ানমার। মংডুতে মঙ্গলবার সকালে টেকনাফ ২ বিজিবি ও মিয়ানমার ৪ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের মধ্যে পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খাঁন। মিয়ানমারের পক্ষে ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ৪নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের কমান্ডিং অফিসার লে. কর্ণেল জু লিং অন।
ফেরত বাংলাদেশিরা হলেন- রাঙ্গামাটির কাউখালী উপজেলার ধুবুয়া লামাপাড়ার পাইসেহলা, একই এলাকার মংচিং মারমা, কুলার পাড়ার থৈ অংরি মারমা, কাউখালী পূর্বসোনাই ছড়ি এলাকার চাই মিস অঞ্জনা মারমা, একই এলাকার উচিংনু মারমা, কাশখালী পশ্চিম মোনাইপাড়া এলাকার কংচিংউ মারমা, দুসরীপাড়া এলাকার সাথোয়াইমং মারমা, পাওপাড়া এলাকার থৈয়াইপ্র অং মারমা, বান্দরবানের কুহালং এলাকার চাই চাই প্রু মারমা, একই এলাকার পুকুয়েটসে, মোহাম্মদ সাদেক, রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া মধুখালীর মো. সাবুর, টেকনাফের হোয়াইক্যং উত্তরপাড়ার এ জুনায়েদ, উলুবুনিয়ার রুবেল, লম্বাবিলের আব্দুল কাদের, একই এলাকার অলি আহমেদ, দমদমিয়া এলাকার রহমত উল্লাহ, শাহপরীর দ্বীপ উত্তরপাড়ার এনায়েত উল্লাহ, একই এলাকার সিরাজুল্লাহ, মোহাম্মদ আয়েস, নাইট্যংপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ সলিম, হ্নীলার ইমান হুসাইন, আলীপাড়া এলাকার নুরুল আলম।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খাঁন জানান, ২৪ জনই বিভিন্ন সময় অবৈধভাবে মিয়ানমারে প্রবেশের দায়ে আটক হয়ে সেখানে জেলে ছিলেন।
তিনি আরো জানান, ফেরত আনা ২৪ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। কোয়ারেন্টাইন শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।