চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দীনকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে সাতকানিয়ার খাগরিয়ার তৈয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দীনের বাড়ি একই এলাকায়।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় কয়েকজন বেলালের ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালে নেয়। সেখানে রাত তিনটার দিকে বেলালকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, বেলাল নিহতের ঘটনায় জাহেদ নামের একজন আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।