আগুয়েরোর গোলে শেষ চারে ম্যানসিটি

সের্হিও আগুয়েরো ও দাভিদ সিলভার গোলে সহজেই এফএ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চলের দল মিডলসবরোকে ২-০ গোলে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার দল।

শনিবার মিডলসবার্গের মাঠে তৃতীয় মিনিটেই এগিয়ে যায় সিটি। ডান দিক দিয়ে পাবলো জাবালেতার পাস পেয়ে স্বাগতিকদের জাল কাঁপান ডেভিড সিলভা। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করার বেশ কয়েকটি সুযোগ হারায় তারা। এরপর ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে ম্যানসিটি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৭তম মিনিটে গোল পেয়ে যান আগুয়েরো। জার্মান মিডফিল্ডার সানের কাছ থেকে পাওয়া বল মিডলসবার্গের জালে পাঠান আগুয়েরো। এর ৪ মিনিট পর আগুয়েরো আরেকবার প্রতিপক্ষের জালে বল পাঠালেও তা অফসাইডের খড়গে পড়ে কাঁটা যায়। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানসিটি।