রাউজানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

 

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে ৩ বছরের সাজাপ্রাপ্ত (জিআর ১১৬/৫, মামলা নং ২/৫/৫) কৃষ্ণ পদ বিশ্বাস নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ।

উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বাসু দা বিশ্বাসের বাড়ি থেকে গতকাল বুধবার (০৩ মার্চ) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মৃত সুজিত বিশ্বাসের ছেলে।

এ প্রসঙ্গে রাউজান থানার এএসআই সুজন পাল বলেন, ২০০৫ সালে হাটহাজারীতে রোড এক্সিডেন্টে ৩ জন নিহতের ঘটনায় সে আসামি। কোর্ট তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে। সে এতদিন পলাতক ছিল। গতকাল রাতে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুণ বলেন, আজ সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।