চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকায় ছুরিকাঘাতে এক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন।
আজ রোববার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ইমন (২৭) বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকার নূর কাশেমের ছেলে।
ছুরিকাঘাতে নিহত ইমন গত ফেব্রুয়ারিতে ঘোষিত বায়েজিদ থানা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য।
বিষয়টি নিশ্চিত করে একই কমিটির আরেক সদস্য নিহত ইমনের বন্ধু ইয়াছিন দাবি করেন, ইমন খুনে পলিট্যাকনিক্যাল এলাকার আবু মহিউদ্দিন, দিদার, সালাউদ্দিন, পুতু জড়িত। তাদের নেতৃত্বে ইমনের ওপর হামলা হয়। এর আগে তার ভাইকে মারধরের প্রতিবাদ করতে গেলে ইমনকে ছুরিকাঘাত করে তারা।
নিহত ইমন আ জ ম নাছিরের অনুসারী বলে জানান ইয়াছিন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া একুশে পত্রিকাকে জানান, দুই পক্ষের মধ্যে মারামারির জেরে ইমন নামে এক যুবক খুন হয়েছে। ময়নাতদন্তের জন্য ইমনের লাশ মর্গে রাখা হয়েছে। তবে কারা তাকে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি।
এদিকে ঘটনাস্থল থেকে বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার জানান, দুই গ্রুপের মারামারির জের ধরে এক যুবককে কে বা কারা ছুরিকাঘাত করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।