আটক ৬ জনসহ ১৯ জনকে আসামী করে ছাত্রলীগকর্মী ইমন হত্যায় মামলা

একুশে প্রতিবেদক : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকায় ছাত্রলীগকর্মী ইমন খুনের ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। নিহত ইমনের বাবা নুর কাশেম বাদি সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ মামলা দায়ের করেন।

এর আগে সোমবার সকালে ইমন খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক ৬ জনকে আসামি হিসেবে শনাক্ত করেছেন মামলার বাদি।

মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে। ইমন হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আদেশ চেয়ে আদালতে আবেদন করবে পুলিশ।

সোমবার রাত ১২ টার দিকে একুশে পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার সেকেন্ড অফিসার এস আই বিমল কান্তি দেব; তিনি জানান, রাত সাড়ে ১১টায় নিহত ইমনের বাবা নুর কাশেম বাদি হয়ে মামলা দায়ের করেছেন। এজাহারে ১৯ জন আসামির নাম উল্লেখসহ ১০/১২জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান এস আই বিমল কান্তি দেব।

এর আগে গতকাল সোমবার রাতে বায়েজিদ বোস্তামি থানার আরেফিন মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় দুই গ্রুপের দ্বন্ধের জেরে সংঘটিত ইমন খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- আরেফিন নগর আস্তানা নগর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মোহাম্মদ আহসান কবির (২৬), একই এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে মোহাম্মদ সোহেল (২৯), আরেফিন নগর মুক্তিযোদ্ধা কলোনির শিমুলের বাড়ির মৃত খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ ফজর আলী (২৯), আরেফিন নগর রাজা মিয়ার বাড়ির মোহাম্মদ রাজা মিয়ার ছেলে মোহাম্মদ লিটন(২৮), আরেফিন নগর ড্রাম গেট এলাকার আলী জহিরের ছেলে মোহাম্মদ নুর আলম (২৭) এবং আরেফিন নগর বাজার ফিরোজ মিয়া কলোনির মোহাম্মদ রুবেল।

একুুুশে/এমআর/এটি