আগ্রাবাদে চসিকের অভিযানে উচ্ছেদ শতাধিক দোকান

আগ্রাবাদে চসিকের অভিযানে উচ্ছেদ শতাধিক দোকান

চট্টগ্রাম: আগ্রাবাদ এ‌ক্সেস রোডের পার্শ্ববর্তী ফুটপাতে অভিযান চালিয়ে শতা‌ধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বৃহস্পতিবার (১১মার্চ) সকা‌লে চট্টগ্রাম সিটি কর্পোশেনের (চসিক) নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মারুফা বেগম ‌নেলী ও স্পেশাল ম‌্যা‌জি‌স্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা বেগম এর নেতৃত্বাধীন ভ্রাম‌্যমান আদালত এ অ‌ভিযান প‌রিচালনা ক‌রে।

এসময় লাকী প্লাজার মো‌ড়ে ৬ ফল দোকানিকে ১৪ হাজার টাকা জ‌রিমানা গুণতে হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মারুফা বেগম নেলী ব‌লেন, সিটি মেয়রের নি‌র্দেশনা অনুযায়ী ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকান উচ্ছেদের পাশাপাশি ৬ ফল দোকানিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নগরের সকল ফুটপা‌তকে দখলমুক্ত করতে এ অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে ব‌লে জানান তি‌নি।

অ‌ভিযান প‌রিচালনার সময় সি‌টি ক‌র্পো‌রেশ‌নের সং‌শ্লিষ্ট বিভা‌গের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস‌্যগণ উপ‌স্থিত ছি‌লেন।