স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে হোম হসপিটালের বছরব্যাপী হেলথ ক্যাম্প

চট্টগ্রাম : চট্টগ্রামে ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা নিয়ে ‘হোম হসপিটাল’ যাত্রা শুরু করেছে গত ডিসেম্বর থেকে। করোনা ক্রান্তিকালে ঘরে বসেই মানুষ যেন সেবা নিতে পারে সেই সুযোগ করে দিয়েছে হোম হসপিটাল। মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়ায় যোগাযোগের মাধ্যমে স্বল্পখরচে ঘরে বসেই চিকিৎসাসেবা নিশ্চিত করছে হোম হসপিটাল বিডি।

এ ছাড়াও প্রতিমাসে একটি করে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন-এর সহযোগিতায় ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ প্রদানের কর্মসূচি পালন করছে হোম হসপিটাল।

হোম হসপিটালের প্রধান উদ্যোক্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন , অনেক সময় অর্থব্যয় করেও নগরের রাস্তার ঝক্কিঝামেলা সহ্য করে রোগীদের চিকিৎসাসেবা নিতে যেতে হয়। এছাড়া করোনাকালে বিশেষ করে বয়স্কদের চিকিৎসা প্রাপ্তিও কিছুটা ঝামেলার। তাই সব দিক বিবেচনা করে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতকল্পে এই উদ্যোগ নিয়েছি।

আমাদের মহিলা চিকিৎসক, ফিজিওথেরাপি, ডেন্টিস্টও রয়েছে। প্রশিক্ষিত নার্স -ব্রাদার ও স্বাস্থ্য সহকারী নিয়ে চিকিৎসক টিম নগরে রোগীর স্বজন হয়ে কাজ করছে প্রতিনিয়ত। – যোগ করেন বিদ্যুৎ বড়ুয়া।

এদিকে ফ্রি হেলথ ক্যাম্পের ধারাবাহিকতায় শুক্রবার (১২ মার্চ) নগরের পশ্চিম খুলশী মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় হোম হসপিটাল-এর ফ্রি হেলথ অনুষ্ঠিত হয়। প্রায় ৫০ জন শিশু-কিশোরের মাঝে স্বাস্থ্যসেবা ও ফ্রি ওষুধ প্রদান করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন , হোম হসপিটালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া, ডা সৈকতসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সহযোগিতা করেছে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল, রোটারী ক্লাব অব চিটাগং প্রাইম ও সিটিজি ব্লাড ব্যাঙ্ক। উল্লেখ্য, সিটিজি ব্লাড ব্যাংক বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে থাকে।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি