বিটিভি চট্টগ্রাম কেন্দ্র চালাতে ৩৪২ জনের বহর চান জিএম নিতাই!

চট্টগ্রাম : বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ১৮ ঘণ্টার অনুষ্ঠান চালাতে ৩৪২ জনবলের একটি কাঠামো তথ্যমন্ত্রণালয়ে পাঠিয়েছেন জানিয়ে অতি সহসা এই জনবল নিয়োগ দিতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে অনুরোধ জানিয়েছেন প্রতিষ্ঠানটির চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক (জিএম) নিতাই কুমার ভট্টাচার্য।

শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় নতুন তালিকাভুক্ত শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এই অনুরোধ জানান।

এসসময় প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছিলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মিজান উল আলম, একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন।

চট্টগ্রামের সন্তান ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর গত দুবছরে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে উল্লেখ করে জিএম নিতাই কুমার ভট্টাচার্য বলেন, মন্ত্রী মহোদয় দায়িত্ব নেওয়ার তিন মাসের মাথায় ৬ ঘণ্টা থেকে ৯ ঘণ্টা এবং একবছরের মাথায় ১২ ঘণ্টা, সর্বশেষ দুই বছরের মাথায় ১৮ ঘণ্টায় উন্নীত করেছেন। সেই সাথে পুরো পৃথিবীব্যাপী এই টেলিভিশন কেন্দ্রকে তুলে ধরা এবং দেখানোর উদ্যোগ নিয়েছেন।

এসময় তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, যে অগ্রগতি শুরু হয়েছে তা ধরে রাখতে হলে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে জনবল বাড়াতে হবে। তিনি জানান, বর্তমানে ১৮ ঘণ্টা অনুষ্ঠান চালাতে দিনে অন্তত ১৪-১৫ টি অনুষ্ঠান নির্মাণ করতে হয়। আর একটি অনুষ্ঠান বানাতে লাগে ১৫ জন কর্মী। সে হিসেবে ১৫ অনুষ্ঠান করতে জনবল প্রয়োজন কম করে হলেও ২২৫ জন। কিন্তু বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রে জনবল আছে ১৩৩ জন, আর এর মধ্য থেকে সক্রিয় আছেন শ’খানেক।

এ পরিস্থিতিতে ৩৪২ জনের একটি জনবল কাঠামো তৈরি করে তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে সহসা এই জনবল নিয়োগ দিলে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র আরো সুন্দর, গতিশীল হবে এবং আরও বেশি করে মানসম্মত অনুষ্ঠান নির্মাণ করা সম্ভব হবে বলে আশাবাদ জিএম নিতাই কুমার ভট্টাচার্য।

১৮ ঘণ্টার অনুষ্ঠান চালাতে জিএম-এর এই বিশাল কর্মীবহরের আবদার শুনে অডিয়েন্সের সামনের সারিতে বসা একজন জ্যেষ্ঠ সাংস্কৃতিক কর্মী বলে ওঠেন- সাকূল্যে একশ’ জনের জনবল দিয়ে যেখানে ২৪ ঘণ্টার শক্তিশালী ও জনপ্রিয় জাতীয় টেলিভিশন সম্প্রচার করা হয়, সেখানে ১৮ ঘণ্টার অনুষ্ঠান সম্বলিত টিভি-স্টেশন চালানোর জন্য ৩৪২ জনের জনবল কি আসলেই দরকার?

তখনই আরেকজন মত দিলেন, চলমান ১৩৩ জনের জনবলকে সক্রিয় ও কর্মমুখি করতে পারলেই চট্টগ্রাম টেলিভিশন অনেকদূর যেতে বাধ্য।