করোনা মোকাবিলায় অবদান রাখা চিকিৎসকদের সম্মাননা

করোনায় অবদান রাখা চিকিৎসকদের সম্মাননা

চট্টগ্রাম: করোনা মহামারী সময়ে সেবা প্রদানকালে শহীদ চিকিৎসকদের স্মরণে ও স্বাস্থ্য খাতে অসামান্য ভূমিকা রাখা চিকিৎসক, সংগঠন ও ব্যক্তীদের সম্মাননা প্রদান করেছে ইয়াং সোশ্যাল এক্টিভিজম বোর্ড (ওয়াই স্যাব)।

শুক্রবার (১২ মার্চ) বিকেল ৪টায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা মহামারী পরিস্থিতিতে অসংখ্য ডাক্তার জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিতে ঝাপিয়ে পড়েছেন। এসময় অনেকে করোনা আক্রান্ত হয়েছেন, অনেকে যোদ্ধা বেশে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আবার এমন অনেকে আছেন নীরবে মানবতার সোপান উড়িয়ে জীবনের পরোয়া না করে ঝাপিয়ে পড়েছেন। আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি তাদের।

এসময়, করোনারকালে চিকিৎসকদের বিভিন্ন কার্যক্রম ভিডিও প্রামান্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি, বিআইটিআইডি ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদ, ডেপুটি সিভিল সার্জন মো. আসিফ খান, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান নির্বাহী বিদ্যুৎ বড়ুয়াসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।