
চট্টগ্রাম : যিনিই এখন জাতীয় রাজনীতির মূল চরিত্রের মানুষ, নাটকের মানুষদের অভিভাবক- সেই মানুষটিই একসময় নাটক করতে চেয়েও সুযোগ পাননি। তির্যক নাট্যদলে যুক্ত হয়ে কিছুদিন ‘নাটকের সেট’ টানাটানি করেছিলেন, কিন্তু ফাইনালি ‘রোল’ পাননি। হ্যাঁ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ নিজেই দিয়েছেন এই তথ্য।
শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র মিলনায়তনে নতুন তালিকাভুক্ত ৫শ’ শিল্পীর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করতে গিয়ে এই কথা জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ছাত্রজীবনে আমি তির্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হয়েছিলাম হায়দার (আহমেদ ইকবাল হায়দার) ভাইদের সাথে। কিছুদিন নাটকের সেট নিয়ে টানাটানি করলেও নাটকে ‘রোল’ পাইনি। মন্ত্রীর এমন সরল স্বগতোক্তিতে হাসির রোল পড়ে মঞ্চ ও অডিয়েন্সে। এসময় মন্ত্রী নিজেও হাস্যরসে শামিল হন, মজা করেন।
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আঞ্চলিক নয়, জাতীয় প্রতিষ্ঠান উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আমার ইচ্ছা কেন্দ্রটি সংস্কৃতিচর্চার মূল কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হবে। আমাদের সকলের খেয়াল রাখতে হবে শুধু স্টুডিওভিত্তিক নয়, স্টুডিওর বাইরেও যেন বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়। যেসব জায়গায় সংস্কৃতিচর্চা বেশি হয় সেখানে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। যদিও চট্টগ্রাম কেন্দ্র এই চেষ্টা করে যাচ্ছে। তবে এর পরিধি বাড়াতে হবে। তাই আমি অনুরোধ জানাবো এই কেন্দ্রকে ঘিরে যাতে ব্যাপক সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়।
মন্ত্রী বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠানমালার মান বৃদ্ধির তাগিদ দিয়ে বলেন, এখানে এমন অনুষ্ঠান বা পারফরমেন্স করতে হবে যাতে কোনোভাবেই শুদ্ধ উচ্চারণ বাধাগ্রস্ত না হয়, আঞ্চলিকতা ফুটে না ওঠে। যারা পারফর্ম করেন তাদেরও সেটি খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে সারাদেশের মানুষ, এমনকি বিদেশে বসেও আপনার পারফরম্যান্স দেখছেন। বিটিভির সার্বিক উন্নয়নে সর্বতোভাবে কাজ করা হচ্ছে। ১৮ ঘণ্টা থেকে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সম্প্রচার ২৪ ঘণ্টায় উন্নীত করা হবে। এখানে দশতলা একটি ভবন হবে। যেখানে দুটি স্টুডিও থাকবে, যা ইতোমধ্যে একনেকে পাশ হয়েছে। সারাদেশে আরও ৬টি টেলিভিশন কেন্দ্র করার ঘোষণা দেন তথ্যমন্ত্রী।
এসময় মন্ত্রী ২০১৬ সালে প্রতিষ্ঠানটির সম্প্রচার দেড় ঘণ্টা থেকে ৬ ঘণ্টায় উন্নীত করার ক্ষেত্রে নিজের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। বলেন, তৎকালীন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদকে অনুরোধ করে ৪২ কোটি টাকার প্রকল্প গ্রহণের মধ্যদিয়ে ’৯৬ সাল থেকে দেড়ঘণ্টা সম্প্রচারে থাকা টেলিভিশনটিকে ৬ ঘণ্টা সম্প্রচারে উন্নীত করি, যা হয়তো অনেকে জানেন না।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মিজান উল আলম, একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক (জিএম) নিতাই কুমার ভট্টাচার্য বক্তৃতা করেন।
