ছেলে সন্তানের বাবা হলেন সাকিব


ঢাকা : পুত্র সন্তানের বাবা হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দুই মেয়ের পর এবার সাকিব-শিশির দম্পতির ঘর আলো করে এসেছে পুত্র সন্তান।

আজ মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব নিজেই। তৃতীয় সন্তান ভূমিষ্ঠের পর ছেলে এবং মা দুজনেই সুস্থ রয়েছেন।

২০১২ সালের ১২ ডিসেম্বর, ১২/১২/১২- এই বিশেষ দিনে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন সাকিব আল হাসান। এরপর কেটে যাওয়া ৮ বছরের মধ্যে তাদের ঘর আলো করে এলো তিন সন্তান। আগের দুই জনই ছিল কন্যা সন্তান।

২০১৫ সালের নভেম্বরে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান আলাইনা। এরপর গত বছর (২০২০) এপ্রিলে তাদের ঘর আলো করে আসে দ্বিতীয় কন্যা সন্তান ইরাম হাসান।

এর আগে জানুয়ারির ১ তারিখেই তৃতীয় সন্তান আগমনের সুখবর জানিয়েছিলেন সাকিব। তখনই জানা গিয়েছিল, মার্চেই তার ঘর আলো করে আসবে তৃতীয় সন্তান এবং সে কারণে পরিবারকে সময় দিতে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেন সাকিব। সাকিবের দুই মেয়ে আলাইনা ও ইরাম হাসানের পর পুত্র সন্তানের জন্মও হলো যুক্তরাষ্ট্রে।