চট্টগ্রামে রোববার বাণিজ্য মেলা শুরু

চট্টগ্রাম: চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে রোববার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ২৫তম এ মেলা সম্পর্কে অবহিত করতে শনিবার দুপুরে নগরের আগ্রাবাদ অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে জানানো হয়, মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ও এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন)।

মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। দর্শনার্থীদের জন্য টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। পার্টনার কান্ট্রি হিসেবে থাকছে থাইল্যান্ড। এবারের মেলায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে মরিশাস। ৪৫০ অধিক প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ সেলিম। তিনি বলেন, ২৪ বছর ধরে দেশের শিল্পের প্রসার ও মান উন্নয়নে মেলার আয়োজন করে আসছে চেম্বার। দেশে এসএমই খাতের বিকাশের লক্ষ্যেই মূলত মেলার আয়োজন। প্রতিবারের মতো মেলায় বাড়তি নিরাপত্তা বলয় থাকবে।

এর আগে স্বাগত বক্তব্যে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, দেশে উৎপাদিত পণ্য প্রচার ও প্রসারই এ মেলার একমাত্র উদ্দেশ্য। আমরা দীর্ঘদিন ধরে মেলা আয়োজনের জন্য একটি স্থায়ী ভেন্যুর দাবি করে আসছি। কিন্তু এখনো পর্যন্ত সেটা হয়ে উঠেনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেলার কো-চেয়ারম্যান মাহফুজুল হক শাহ, মাজহারুল ইসলাম চৌধুরী, চেম্বার পরিচালক এম এ মোতালেব, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), একেএম আকতার হোসেন, অহিদ সিরাজ (স্বপন) প্রমুখ।