চট্টগ্রাম: বিএনপির কোন গণভিত্তি নেই বলে বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। শনিবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জ্যারটেকে কলেজ বাজারে আয়োজিত পথসভায় বিএনপির কঠোর সমালোচনা করেন তিনি।
ওমর ফারুক চৌধুরী বলেন, বিএনপি ভাড়ায় নেতা বানায়। ভাড়ায় মন্ত্রী বানায়। ভাড়ায় মেয়র বানায়। বিএনপির কোন গণভিত্তি নেই। জনগণের সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই। বিএনপির রাজনীতি শুধু দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করার মধ্যে সীমাবদ্ধ। শুধু বলে, আন্দোলন করবে। আরে কোথায় আন্দোলন।
তিনি বলেন, কোথাও তো বিএনপিকে আন্দোলনে দেখি না। কোনদিন তো পথে নামতে দেখি না। টেলিভিশনে দেখি তারাবির নামাজের চলছে, তখনও তারা আন্দোলনের ডাক দিচ্ছে। সেহেরির খাচ্ছি, তখনও আন্দোলনের ডাক দিচ্ছে। ইফতারির সময়ও আন্দোলনের ডাক দিচ্ছে। বিএনপি সময়কাল বুঝে না। আন্দোলন কখন করতে হয় সেটা তারা বুঝে না।
চাঁদা তুলে মেজবান না করার নির্দেশনা দিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, চাঁদা তুলে কোন মেজবান করা যাবে না। মেজবান কি কারণে? যুবলীগের কাজ তো মেজবান করা না। চট্টগ্রামে মহানগর যুবলীগ একবার মেজবান করতে চেয়েছিল। আমি বলেছিলাম, মেজবান যদি করে তাহলে তিনদিনের মধ্যে সাসপেন্ড করে দেব। এই রাজনীতি এখন আর চলে না।
কর্ণফুলী থানা যুবলীগ আয়োজিত পথসভায় নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদসহ সংগঠনের জেষ্ঠ্য নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সকাল ১০টার দিকে নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার তিন সড়কের মোড়ে অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য রাখেন যুবলীগ চেয়ারম্যান।
ব্যস্ততম সড়কের উপর পথসভা করায় আয়োজকদের প্রতি বিরক্তি প্রকাশ করে বক্তব্য দিতে গিয়ে যুবলীগ সভাপতি বলেন, ‘এই পথসভা করার চেয়ে না করা ভালো ছিল। আমরা যদি বলি রাজনীতি করবো মানুষের জন্য। কিন্তু এটা কি মানুষের জন্য হলো। মানুষকে কষ্ট দিয়ে কোনো রাজনীতি হতে পারে না।’
