‘ভবিষ্যত প্রজন্মের জন্য শান্তির পৃথিবী গড়ি’

চট্টগ্রাম: দক্ষিণ কোরিয়ার সিউলে ডিকলারেশন অব পিস এন্ড চিসেসন অফ ওয়ার (ডিপিসিডাব্লিউ) এর প্রথম বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ মার্চ ৭০০ জন অংশীদারীর অংশগ্রহণের মধ্য দিয়ে এটি অনুষ্ঠিত হয়।

বেক্সিট নির্বাচনের পর বিশ্বের শান্তি-শৃঙ্খলার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরী হয়েছে। সেই বিষয়টি থেকে উত্তরণের জন্য এতে আলোচনা হয়।

সভায় ডিপিসিডব্লিউ আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক আইন প্রতিষ্টা ও বলবৎ করার প্রতি পুণরায় জোর দেয়।

এতে এইচডাব্লিউপিএল এর চেয়ারম্যান ম্যান হি লি জোর দিয়ে বলেন, শান্তি প্রতিষ্ঠা একজন ব্যক্তির কাজ নয়, কিন্তু সবার জন্য খুব জরুরী। যা বিশ্ব সম্প্রদায়ের অভিন্ন উদ্দেশ্য।