চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসন সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। রোববার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কুলগাঁও স্কুল এবং কলেজের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আসন সংখ্যা বৃদ্ধি, ছাত্র-ছাত্রীদের বসার ব্যবস্থা, নতুন নতুন ভবন গড়ে তুলে শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করা হবে। আগ্রহী কোন শিক্ষার্থী যাতে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেদিকে সিটি কর্পোরেশনের শিক্ষা বিভাগকে লক্ষ রাখতে হবে।
শিক্ষার্থীদের প্রতি তিনি বলেন, নীতিহীন, আদর্শহীন ও চরিত্রহীন মানুষের শিক্ষা কোন কাজে আসে না। মা-বাবা, শিক্ষক, প্রতিবেশি, সমাজ ও দেশের প্রতি প্রতিজ্ঞা নিয়ে দেশপ্রেমে বলিয়ান হয়ে নিজেদের ক্যারিয়ার গড়তে হবে।
শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জন করে জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের লক্ষে সুনাগরিক হিসেবে গড়ে উঠার পরামর্শ দেন মেয়র।
কলেজ মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু। এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর নাজমুল হক ডিউক, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সৈয়দা কাশফিয়া নাহরিন দিশা প্রমুখ।
