
ঢাকা: স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ও করোনা প্রতিরোধে দ্বিতীয়বারের মতো ভারত সরকার উপহার হিসেবে ১২ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে।
এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে (এএল ১২৩০) শুক্রবার (২৬ মার্চ) দুপুর দেড়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে ভারত সরকারের উপহার দেওয়া ১২ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকারটিকা।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদফতর ও ভারতীয় হাইকমিশনের একটি সূত্র জানিয়েছে, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ও করোনা প্রতিরোধে দ্বিতীয়বারের মতো ভারত সরকার উপহার হিসেবে দিচ্ছে টিকাগুলো।
বুধবার (২৪ মার্চ) ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, এই ১২ লাখ ডোজ টিকা ভারত সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো হচ্ছে। ফ্লাইটটি সকাল সাড়ে ৮টায় মুম্বাই বিমানবন্দর থেকে যাত্রা শুরু করবে।
