হোসাইন সভাপতি, রাফি সাধারণ সম্পাদক

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০১৭-২০১৮ সেশনের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন মো:হোসাইন সরকার এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আলআল নাহিয়ান রাফি।

মঙ্গলবার সমিতির উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি কাউসার ফেরদৌস ফুয়াদসহ সমিতির চার উপদেষ্টা এ কমিটি অনুমোদন দেন।

এছাড়া এ কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে রেজাউল ইসলাম রূপক, রুখসানা আক্তার, রাজিবুল ইসলামকে। যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মিজানুর রহমান, আশরাফুল আলম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আসাদুজ্জামান সাজন, মো:ইখলাস উদ্দিন, সাদ্দাম হোসেন। এছাড়া দপ্তর সম্পাদক করা হয়েছে মাহমুদুল হাসান শাওন, প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ, বিজ্ঞান ও পযুক্তি বিষয়ক সম্পাদক ফকরুল ইসলাম রুবেল, ক্রীড়া সম্পাদক হয়েছেন ফরহাদ হোসেন কাঞ্চন।

সমিতির উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি কাউসার ফেরদৌস ফুয়াদ বলেন, ময়মনসিংহ জেলার শিক্ষার্থী যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের সমস্যা সমাধান এবং সম্ভাবনাকে আরও গতিশীল করতে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। আমরা আশা করি নতুন কমিটি যোগ্যতার সাথে নেতৃত্ব দিয়ে সমিতির কার্যক্রমকে আরও বেগবান করবে।

সমিতির নব মনোনীত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান রাফি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া ময়মনসিংহ জেলার ছাত্র-ছাত্রীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা চালয়ে যাবো। আমার উপর দায়িত্ব আমি যথাযথ পালনে সমিতির সকলের সহযোগীতা প্রত্যাশা করি।