চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর এম.ফিল কোর্সে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারি ট্রাস্ট-এর সহায়তা

চট্টগ্রাম : বোয়ালখালী হাজী মোঃ নুরুল হক ডিগ্রী কলেজের দর্শন বিভাগের প্রভাষক কামরুন নাহারকে এমফিল কোর্স সম্পন্ন করার ক্ষেত্রে আর্থিক সহায়তা দেবে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারি (কঃ) ট্রাস্ট।

একুশে পত্রিকায় বুধবার দুপুরে ট্রাস্টের সচিব এ এন এম এ মোমিন-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারি (কঃ) ট্রাস্ট একটি অরাজনৈতিক, অলাভজনক, মানবতাবাদী প্রতিষ্ঠান। তার অংশ হিসেবে কামরুন নাহারকে উচ্চতর শিক্ষাগ্রহণে সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্ট।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মুজাফ্ফর আহমদ চৌধুরীর অধীনে এম.ফিল কোর্সে ভর্তি হয়েছেন।