চট্টগ্রাম: পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সোমবার (২০ মার্চ) বিকাল ৩টায় পিসিআইইউ ক্যাম্পাস সংলগ্ন বি.নিউ.ঝাউতলা সমাজ কল্যাণ পরিষদ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কাজীম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াহেদ বুল বুল অর্পনের সঞ্চালনায় আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন ও প্রধান বক্তা ছিলেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ। তারা দুজনই অসুস্থতার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম মহানগর ৯,১০,১৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল আলম লিমন।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইয়াসির আরাফাত, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ গণ শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির আজাদ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সিনিয়র সদস্য সুজয়মান বড়ুয়া জিতু, সদস্য- সজিব রিদুয়ানুল কবির, সদস্য তানভীরুল আলম অপু, চবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: আরমান, সহ-সভাপতি গোলাম রাসুল নিশান ও মহানগর যুবলীগ নেতা আবু সুফিয়ান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা পিসিআইইউ ছাত্রলীগের অগ্রগতির সুনাম করে, নবীনদের উদ্দেশ্যে বলেন- শিক্ষা, শান্তি, প্রগতি, ছাত্রলীগের মূলনীতি। শিক্ষা-সুস্থ দেহে, সুস্থ মন তৈরী করে। তাই সু-শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি দেশের নাগরিক যত বেশি শিক্ষিত, দেশটি তত বেশি উন্নত ও সমৃদ্ধ। ছাত্রলীগ হচ্ছে একটি শিক্ষিত, সুশৃঙ্খল, আদর্শ ভিত্তিক সংগঠন। ‘আদর্শ ও একতা’ ছাত্রলীগের ঐতিহ্য। একতাই আজ ছাত্রলীগকে সাফল্যমণ্ডিত করেছে। আমরা আশা করছি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ কারো প্রণোদনায় উজ্জীবিত না হয়ে, সংহতি বজায় রেখে ঐক্যের হাতকে আরো শক্তিশালী করবে।
বক্তারা আরো বলেন- জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে, সকল ষড়যন্ত্র নস্যাৎ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নবীন শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। সাম্প্রতিক সময়ে কিছু কুচক্রী মহল, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলবার জন্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই ইদানীং দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই দেশকে সকল ষড়যন্ত্র মুক্ত, উন্নত দেশে পরিণত করবার দৃঢ় প্রত্যয়ে, ছাত্রলীগকে অতিতের ন্যায় অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে, ‘কন্সার্ট ফর ফ্রেশার’ শিরোনামে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে, সংগীত পরিবেশনা করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ৩টি ব্যান্ড ও বাইরের ৪টি ব্যান্ড।
অনুষ্ঠানটির সার্বিক সহায়তা ও নেতৃত্বে ছিলেন পিসিআইইউ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।
