অবিশ্বাস্য এক জয় ছিনিয়ে নিতে গিয়েও পারল না বাংলাদেশ। হোক সেটা প্রস্তুতি ম্যাচ। ব্যাটিং প্রাকটিস তো হলো। তাও কিনা শ্রীলংকার বিপক্ষে। ৭ উইকেট হারাবার পর বিপাকে পড়েছিল সফরকারীরা। কিন্তু মাশরাফি তাণ্ডবে শেষমেষ দুর্দান্ত এক জয় ছিনিয়ে নেয়া হলো না টাইগারদের। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাত্র ২ রানে হেরে গেছে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে দরকার ছিল ৪ রান। কিন্তু ১ রান করেই শেষ হলো বাংলাদেশের ইনিংস।
শুরু থেকেই মারমুখী ছিলেন মাশরাফি। ২৮ বলে তুলে নেন অর্ধশতক। এতে ৪টি ছক্কা ও ৪টি চারের মার ছিল। ৫৮ রান করেই ফিরেন তিনি। বাংলাদেশের সংগ্রহ তখন ৮ উইকেটে ৩৪০ রান। জয়ের জন্য দরকার ছিল ৯ বলে ১৫ রান। মাহমুদউল্লাহর রান ৭১।
