চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শাখা থেকে ৫৯ কেজি ৫০০ গ্রাম কচ্ছপের মাংস আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার বিকেলে দুইটি কার্টন ভর্তি এসব মাংস আটক করা হয়।
এ ঘটনায় রণজিত পাল ও রিপন দে নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার সোহেল রানা জানান, জিআর ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান হংকংয়ের রিকি ট্রেডিংয়ের নামে একটি প্রতিষ্ঠানের কাছে মাংস রফতানির ঘোষণা দেয়। তাদের পাঠানো দুইটি কার্টনে থাকা মাংসগুলো দেখে কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে কর্মকর্তারা নিশ্চিত হন এসব কচ্ছপের মাংস।
তিনি আরও জানান, এ ঘটনায় আটক দুইজনকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। অধিকতর পরীক্ষার জন্য মাংসগুলো ল্যাবে পাঠানো হবে। ল্যাব টেস্টের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে কাস্টমস আইনে মামলা করা।
