রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকারি নির্দেশনা অমান্য: রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশিতঃ ৬ এপ্রিল ২০২১ | ৩:১১ অপরাহ্ন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য, যত্রতত্র গাড়ি পার্কিং, গাড়িতে অতিরিক্ত পণ্য বোঝাই করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার ফকিরহাট, মুন্সিরঘাটা ও সূর্যসেন চত্বরে এই অভিযান চালানো হয়।

দুইঘন্টাব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ উপস্থিত ছিলেন। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

এ সময় হোটেল মালিক শংকরকে এক হাজার টাকা, জীপ চালক ফরহাদকে এক হাজার টাকা, লাইসেন্স না থাকায় মোটরসাইকেল চালক নয়ন ও হৃদয় বড়ুয়াকে দুই হাজার টাকা, অতিরিক্ত পণ্য বোঝাই করায় জীপ চালক ছবুরকে এক হাজার টাকা এবং সড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি রাখায় রাসেলকে বিশ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব।