চট্টগ্রাম: বিএমডিসির রেজিস্ট্রেশনের দাবিতে চট্টগ্রামের বেসরকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) সকল বিভাগে তালা ঝুলিয়ে দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে ১০ জানুয়ারি থেকে এ দাবিতে তারা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অনুষদ, হাসপাতাল বন্ধ করে দেয়। বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচি ঘোষণা করে তারা।
আন্দোলরত শিক্ষার্থী মো. আসিফ বলেন, ইউএসটিসি কর্তৃপক্ষ জরিমানার টাকা জমা না দিয়ে আমাদের শিক্ষাজীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। তাই আগামী সোমবার থেকে ইউএসটিসির বিবিএ, এমবিএসহ সকল বিভাগে তালা দেওয়া হবে।
ইউএসটিসির সাবেক ছাত্র ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কোষাধ্যক্ষ ডা. আরিফুল আমিন জানান, গত ১০ জানুয়ারি থেকে ইউএসটিসির পাঁচটি ব্যাচের এমবিবিএস কোর্সের শিক্ষার্থীরা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশনের দাবিতে আন্দোলন শুরু করেছে। ইউএসটিসির সাবেক ছাত্ররা এ আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে। চট্টগ্রাম বিএমএ এ আন্দোলনের পক্ষে রয়েছে। ঢাকা বিএমএ’র মাধ্যমে বিএমডিসি চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে আলাপ হয়েছে। আন্দোলন চলাকালীন স্বাস্থ্যমন্ত্রী দুইবার চট্টগ্রাম সফরে এসেছেন। মন্ত্রীকে এ বিষয়টি অবহিত করা হয়।
তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করানো হলে দ্বিগুণ জরিমানা দিতে হবে। সে হিসাবে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় ইউএসটিসিকে বড় অঙ্কের জরিমানা করার কথা। কিন্তু দায়িত্বশীল ব্যক্তিদের অনুরোধের পর মন্ত্রনালয় তাদের ১০ কোটি টাকা জরিমানা করে। এবং ২২ মার্চের মধ্যে প্রতিষ্ঠানকে এ জরিমারা প্রদানের নির্দেশ দেওয়া হয়।
ইউএসটিসির উপাচার্য, উপ উপাচার্যওএ জরিামানা প্রদান করা হবে বলে জানিয়েছিলেন। কিন্তু তারা এই জরিমানার টাকা জমা দেয়নি। তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ জরিমানা মওকুফ চেয়ে আবেদন জানিয়েছে। হাজারো শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে ঠেলে দিয়ে ইউএসটিসি কর্তৃপক্ষ সম্পূর্ণ অযৌক্তিকভাবে কালক্ষেপন করছে।
