লন্ডন হামলা : আইএস’র দায় স্বীকার

লন্ডনের ওয়েস্টমিনস্টার সেতু ও পার্লামেন্ট হাউসের পাশে হামলার দায় স্বীকর করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি দাবি করেছে, লন্ডনে পার্লামেন্ট ভবনে হামলাকারী তাদের সৈনিক।

এদিকে ওই হামলা সম্পর্কে লন্ডন পুলিশ কর্তৃপক্ষ বলছে, সংসদ ভবনের কাছে এবং ওয়েস্টমিন্সটার ব্রিজের ওপর সন্ত্রাসী হামলায় ৫ জন মারা গেছে। তাদের মধ্যে একজন পুলিশ অফিসার, একজন হামলাকারী এবং দু’জন পথচারী রয়েছেন। মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অন্তত ৪০জন আহত হয়েছে।

আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো এই খবর প্রচার করেছে। এর আগে যুক্তরাজ্যের এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলা উদ্যাপন করছে জঙ্গিগোষ্ঠী আইএস। পক্ষান্তরে যুক্তরাজ্যের পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিমানবন্দর ও মেট্রো স্টেশনে একযোগে ৩টি সন্ত্রাসী হামলার এক বছর পূর্তির দিনেই লন্ডনে এ ঘটনা ঘটল। ব্রাসেলসের হামলায় নিহত হয়েছিলেন ৩২ জন।

অন্যদিকে এই হামলাকারী জন্মসূত্রে ব্রিটিশ বলে ইতোমধ্যে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে। তিনি বলেন, ঘৃণা এবং অশুভ শক্তি যুক্তরাজ্যকে বিভক্ত করতে পারবে না। তিনি এই ঘটনাকে অসুস্থ ও বিকৃতি রুচির বলেও অভিহিত করেন। পক্ষান্তরে লন্ডনের ওয়েস্টমিনস্টার সেতু ও পার্লামেন্ট প্রাঙ্গণে বুধবারের সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত সন্দেহে এই পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।