পি কে হালদারসহ ১২৯ জনকে হাইকোর্টে তলব

ঢাকা: বহুল আলোচিত পি কে হালদারসহ তার সঙ্গে থাকা আরও ১২৯ জনকে তলব করেছে হাইকোর্ট। বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এর করা এক আবেদনে হাইকোর্ট আদেশ দিয়েছেন।

ইন্টারন্যাশনাল লিজিং-এর পক্ষে আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন এ তথ্য জানিয়েছেন।

বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ আগামী ২৪ মে ও ২৫ সকাল সাড়ে ১০টার মধ্যে পি কে হালদারকে আদালতে সশরীরে হাজির হওয়ার এ আদেশ দিয়েছেন।

এর আগে হাইকোর্ট গত ১৬ মার্চ এ আদেশ দিলেও আজ বুধবার (৭ এপ্রিল) এ আদেশের কপি পাওয়া গেছে।

ইন্টারন্যাশনাল লিজিং থেকে নেওয়া ১৮০০ কোটি টাকা ফেরত না দেওয়ায় তাঁদেরকে তলব করা হয়েছে বলে জানান তিনি।