শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পটিয়ায় সাংবাদিককে হত্যাচেষ্টা, মামলা তুলে নিতে হুমকি

প্রকাশিতঃ ৭ এপ্রিল ২০২১ | ৯:৪৯ অপরাহ্ন


পটিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের পটিয়ায় সাংবাদিক গোলাম কাদেরকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলার বাদীকে মামলা প্রত্যাহা​র করতে বলেছেন আসামির বোন নয়তো তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দেওয়া হয়েছে৷

এ অভিযোগে আজ বুধবার পটিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন গোলাম কাদেরের ভাই নুর কাদের।

জিডিতে উল্লেখ করা হয়, ‘গত মঙ্গলবার দুপুর ২ টার দিকে সাংবাদিক গোলাম কাদের হত্যাচেষ্টা মামলার বাদী ও তার ভাই নুর কাদেরকে তার ব্যক্তিগত মোবাইলে কল দিয়ে প্রাণনাশের হুমকি দেয় এজাহারভুক্ত আসামীর বোন রওশন আকতার মুন্নী (৩৫)। এসময় নুর কাদেরকে দেখে নেয়াসহ তার পুরো পরিবারকে দেখে নিবে বলে হুমকি দেয়া হয়। কোন সাহসে তার ভাইকে মামলায় জড়ানো হয়েছে তাও জিজ্ঞেস করেন মুন্নী।’

‘মুঠোফোনে হুমকি দিয়ে মুন্নী আরও বলেন, মামলা তুলে না নিলে যে কোন সময় অঘটনও ঘটানো হবে, পরিবারের কোন সদস্যকে ঘর থেকেও বের হতে দেওয়া হবে না। মামলার বাদীর দুই সন্তানকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিলে দেখি আছে আমার বিচার করে। আমি কে এটা এখনো চিনস নাই।’

এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, ‘হামলার ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। মামলা তুলে নেয়ার জন্য বাদীকে হুমকি দেয়ার মোবাইলের কল রেকর্ড আমাদের হাতে এসেছে। একটি সাধারণ ডায়েরিও হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

প্রসঙ্গত, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিক গোলাম কাদের প্রতিদিনের ন্যায় পেশাগত দায়িত্ব শেষে নিজের কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ৫-৬ জন সন্ত্রাসীরা পথরোধ করে দা কিরিচ দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এ ঘটনায় গোলাম কাদেরের ভাই নুর কাদের চারজনকে এজাহারনামীয় ও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

গোলাম কাদের দৈনিক আলোকিত বাংলাদেশ ও বীর চট্টগ্রাম মঞ্চের পটিয়া প্রতিনিধি হিসেবে কাজ করছেন।