ঢাকা : গণপরিবহনের পর দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আগামীকাল শুক্রবার (৯ এপ্রিল) থেকে ১৩ এপ্রিল পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল খোলা থাকবে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
এতে বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে দোকান না খুললে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ১৩ এপ্রিল পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।