করোনা: চট্টগ্রামে একদিনে ৫ জনের মৃত্যু, শনাক্ত ৫২৩

চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৭৯১ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫২৩ জন; নতুন শনাক্তদের মধ্যে ৪২৯ জন নগরের ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।

আজ শনিবার (১০ এপ্রিল) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি একুশে পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

সিভিলসার্জন জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৪৪ জনের নমুনা পরীক্ষায় ৬৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫০৭ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের ও সিভাসুতে ৩৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১৩৮জনের করোনা পাওয়া গেছে।

ইমপেরিয়াল হাসপাতালে ২১৬ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের ও শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮১৮ জনের নমুনা পরীক্ষা করে ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছেন।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।