‘দক্ষিণ জেলার আওয়ামী লীগ ট্রেডিং থেকে সতর্ক থাকুন : প্রতিমন্ত্রী জাবেদ

চট্টগ্রাম : দক্ষিণ জেলার আওয়ামী লীগ ট্রেডিং-এর মালিক থেকে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। দক্ষিণ জেলা আওয়ামী তাঁতী লীগ নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ অনুরোধ জানান।

প্রতিমন্ত্রী জাবেদ বলেন, আওয়ামী লীগের লাইসেন্স নিয়ে দলকে ট্রেডিং করপোরেশনে পরিণত করেছে একটি মহল। দক্ষিণ জেলায় আওয়ামী লীগ ট্রেডিং-এর মালিকশ্রেণী থেকে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। আগামীতে কোনো ধান্ধাবাজ নেতা যাতে দক্ষিণ জেলায় পদ-পদবী ব্যবহার করে দলকে কলঙ্কিত করতে না পারে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখার কথা বলেন প্রতিমন্ত্রী জাবেদ।

শনিবার সন্ধ্যায় দক্ষিণ জেলা আওয়ামী তাঁতী লীগের সাধারণ সম্পাদক চন্দন ধর-এর পাঠানো এক ইমেইল বার্তায় প্রতিমন্ত্রী জাবেদের বরাতে এসব কথা জানানো হয়।

নগরীর সার্সন রোডস্থ সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাসভবনে মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী তাঁতী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এম মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক চন্দন ধর, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন লেদু, দক্ষিণ জেলা তাঁতী লীগ নেতা দিল মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ নুরু, মো. মামুন, আনোয়ার, আল আমিন, হারুন, রাজু, নয়ন, সাজ্জাদ, সমরাট, রুবেল, জাহেদ, ইউসুফ, কামরুল প্রমুখ বক্তব্য দেন বলে ইমেইল বার্তায় জানানো হয়।