মির্জা ফখরুল গংদের মদদে জঙ্গি হামলা হচ্ছে : খাদ্যমন্ত্রী

বাসস: খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গংদের মদদেই জঙ্গিরা আবার মাথা চারা দিয়ে ওঠেছে।
তিনি বলেন, তাদের প্রত্যক্ষ ও পরক্ষ নির্দেশে জঙ্গিরা দেশকে অসস্তিতে ফেলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজ সকালে কেরানীগঞ্জ উপজেলা মাঠে ৪৭তম স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

দীর্ঘ ২৩ বছরের আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা অর্জন করতে পেয়েছি উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, আমাদের ভুলে গেলে চলবে না, স্বাধীন এ দেশে এখনও পরাজিত শক্তির প্রেতাত্মারা রয়ে গেছে। আজ তাদেরই মদদেই কিছু বিপথগামী জঙ্গি গোষ্ঠি নৈরাজ্য সৃষ্টি করে চলছে।

তিনি বলেন, যখনই দেশের আইনসৃংখলা বাহিনী কঠোর হস্তে জঙ্গি দমন করছে, ঠিক তখনি বিএনপি তথা অপশক্তিগুলো বিভিন্ন সভা সেমিনার করে এদের সমর্থন করে যাচ্ছে।

মন্ত্রী আরো বলেন, মুক্তিযোদ্ধা ও দেশের সাধারণ জনগণকে সজাগ থাকতে হবে, যাতে করে অপশক্তিগুলো কোন দিন মাথা চারা দিয়ে উঠতে না পারে।
অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে সকাল থেকে চলে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধভিত্তিক ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর আগে দিবসটি পালন উপলক্ষে কেরানীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সকালে স্থানীয় মনুবেপারীর ঢালে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে।