
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের যমুনা শীপ ব্রেকিং ইয়ার্ডে পুরাতন জাহাজ কাটার কাজ করার সময় অগ্নিকাণ্ডে দগ্ধ তিন শ্রমিকের মধ্যে মো. জিহাদ (১৮) মারা গেছে। শুক্রবার বিকাল চারটায় ঢাকা বঙ্গবন্ধু হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি জাহাজভাঙা শিল্প প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শ্রমিক-সংগঠনের নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন।
নিহত জিহাদ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মো. দুদু মিয়ার পুত্র। সীতাকুণ্ড উপজেলার শীতলপুর তেতুলতলাস্থ জাহাঙ্গীর কলোনীতে থাকতেন তিনি।
চট্টগ্রাম জাহাজ ভাঙা শিল্প শ্রমিক সমবায় সমিতির সভাপতি শহীদুল ইসলাম একুশে পত্রিকাকে বলেন, আজ বিকালে যমুনা শীপ ইয়ার্ডে অগ্নি দগ্ধ তিন শ্রমিকের মধ্যে জিহাদের মৃত্যুর সংবাদ পেয়েছি। বাকিদের অবস্থাও আশংকাজনক।
উল্লেখ্য, রবিবার (১১ এপ্রিল) সীতাকুণ্ডের শীতলপুরস্থ যমুনা শীপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় অগ্নিকাণ্ডে দগ্ধ হয় মো. জিহাদ (১৮) আবদুস সামাদ (৪০) ও মোহাম্মাদ পাইলট(২২) গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬ নং বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের মধ্যে জিহাদ ও আব্দুস সামাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঐ দিনেই ঢাকায় স্থানান্তর করা হয়। ৬ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার বিকেলে জিহাদের মৃত্যু হয়।
