নজিব চৌধুরী: ‘যুগের এই নিষ্ঠুর বন্ধন হতে, মুক্তির এ বার্তা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, ভুলবো না, ভুলবো না’ কথাগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গানের। মুক্তিযুদ্ধের উদ্দীপক প্রাণশক্তি হিসেবে এই গানগুলোর অবদান অসীম। আজও আমরা এসব গান শুনে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হই। যা স্বাধীনতা যুদ্ধকে বার বার স্মরণ করিয়ে দেয়। স্মরণ করিয়ে দেয় বীর মুক্তিযোদ্ধাদেরকে, যারা পাকিস্তানী শোষকদের হাত থেকে সাগর সমান রক্তের বিনিময়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে স্বাধীন করেছে।
স্বাধীনতা দিবসে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) কালচারাল ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কালচারাল ফোরামের কার্যকরী সদস্য ইয়াসির সিলমী ও কানিজ ফাতিমার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, ডিন, রেজিস্ট্রার ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখেন- উপাচার্য প্রফেসর ড. মো: নুরুল আনোয়ার, ডীন প্রফেসর ইঞ্জিনিয়ার মফজল আহমেদ ও রেজিস্ট্রার ওবাইদুর রহমান। বক্তারা মুক্তিযুদ্ধের পটভূমি আলোচনা করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সংস্কৃতি হচ্ছে- কোন স্বাধীন দেশের মানুষের আচার-ব্যবহার, জীবিকার উপায়, সঙ্গীত, নৃত্য, সাহিত্য, নাট্যশালা, সামাজিক সম্পর্ক, ধর্মীয় রীতি-নীতি, শিক্ষা-দীক্ষা ইত্যাদির মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ করা। আমাদের স্বাধীনতা সংগ্রামের সাথে মিশে আছে এ দেশের কৃষ্টি, সংস্কৃতি। শিক্ষার্থীদেরকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে, বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করবার দৃঢ় প্রত্যয়ে গণতন্ত্র ও স্বাধীনতা বিরোধী জঙ্গিদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আরো উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, সকল বিভাগীয় চেয়ারম্যান, ফ্যাকাল্টি মেম্বারসহ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল দেড় ঘন্টাব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান- ব্যান্ড সংগীত, একক গান, নৃত্য, আবৃত্তি, মুকাভিনয় ও ‘লাইট অব বাংলাদেশ’ শিরোনামে নাটক।
