‘ফ্রেন্ডস ফেয়ার ৬৯’ এর উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

চট্টগ্রাম: জনকল্যান মূলক সামাজিক সংগঠন ফ্রেন্ডস ফেয়ার ৬৯ এর উদ্যোগে ২৬শে মার্চ সন্ধ্যায় রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা দোভাষী বাজারে মহান স্বাধীনতা দিবস ও সংগঠনের এক যুগ পূর্তি উপলক্ষে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্তের সাঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব,বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবু তাহের,উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বি.কে.চৌধুরী লিটন,সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম,কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বাদশা,উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম,সাবেক যুগ্ন সম্পাদক রাসেল,সাবেক সাংগঠনিক সম্পাদক রাসু।আলোচনায় সভায় সংগঠনের সকল সদস্যরা সমাজ উন্নয়নে ভবিষ্যতেও নিজেদের ভূমিকা অব্যহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় শিল্পিদের গান ও নৃত্য এবং ব্যান্ডদল নাটাই এর মনোজ্ঞ গান পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।