চবিতে শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেনের সিটে বসাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধর করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ সরোয়ার। তিনি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

শহরগামী দুপুর আড়াইটার শাটল ট্রেনে উঠে সরোয়ার একটি বগিতে বসেন। এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারী তায়েফ তাকে সিট থেকে উঠে যেতে বলেন। শাটলে বগি রাজনীতি নিষিদ্ধ জানিয়ে সরোয়ার সিট থেকে উঠতে অস্বীকৃতি জানালে তায়েফ তাকে ‘শিবির ও জঙ্গি’ আখ্যা দিয়ে মারধর করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, মারধরের শিকার ওই শিক্ষার্থী লিখিত অভিযোগ দিয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।