আগাম জামিন আবেদন বসুন্ধরা এমডির


ঢাকা : মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যার প্ররোচনার মামলায় আগাম জামিন আবেদন করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। বিচারপতি মামুনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনটি শুনানির জন্য বৃহস্পতিবারের কার্যতালিকার ১৪ নম্বরে রাখা হয়েছে।

বুধবার বিকেলে আইনজীবীর মাধ্যমে হাইকোর্টের সংশ্নিষ্ঠ শাখায় জামিন আবেদনটি করা হয় বলে জানা গেছে। বৃহস্পতিবার আদালতে আনভীরের পক্ষে ভার্চুয়ালি শুনানি করবেন সাবেক বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা জানান, বসুন্ধরা এমডি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মাধ্যমে আগাম জামিনের জন্য এফিডেভিট দাখিল করেছেন। তবে আইন অনুযায়ী কোনো আসামি হাইকোর্টে আগাম জামিন চাইলে আবেদনকারীকে সশরীরে উপস্থিত হতে হয়। যেহেতু হাইকোর্টে ভার্চুয়াল বেঞ্চ চলছে, সেক্ষেত্রে তিনি আইনজীবীর মাধ্যমে আগাম জামিন আবেদন করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল এএম আমিনউদ্দিন বলেন, আমি এ বিষয়ে এখনও কিছু জানি না। যদি তিনি আগাম জামিন আবেদন করে থাকেন, তাহলে হয়তো তিনি দেশেই আছেন।

গত সোমবার রাতে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন ওই তরুণীর বড় বোন নুসরাত জাহান। এতে সায়েম সোবহান আনভীরকে আসামি করা হয়েছে। এরপর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।