
ঢাকা : চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে সংঘর্ষে শ্রমিক নিহতের ঘটনায় হাইকোর্টে আরও পাঁচটি সংগঠন রিট করেছে।
বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করা সংগঠনগুলো হলো- বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নিজেরা করি, সেফটি অ্যান্ড রাইটস এবং অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)। রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
এর আগে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) বিচারিক অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করেছিল। ওই রিটের সঙ্গে এই পাঁচ সংগঠনের করা রিট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত বেঞ্চে আজ বৃহস্পতিবার কার্যতালিকায় থাকবে।
আসকের আবেদনে নিহতদের পরিবারকে তিন কোটি টাকা এবং আহতদের দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা কেন দেওয়া হবে না, সে বিষয়েও রুল জারির আবেদন করা হয়েছে। এ রুল বিচারাধীন থাকা অবস্থায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে ২০ লাখ টাকা কিংবা আদালতের মতামত অনুসারে যে কোনো পরিমাণ টাকা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে বিচারিক অনুসন্ধান কমিটি গঠনে প্রয়োজনীয় নির্দেশনা জারির আর্জি জানানো হয়।
গত ১৭ এপ্রিল বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে সাতজন নিহত হন। আহত হয় অনেক শ্রমিক। এ ঘটনায় বাঁশখালী থানায় আলাদা দুটি মামলা হয়েছে।
