চট্টগ্রাম: কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জঙ্গিবাদ বিরোধী মিছিল করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগ। মঙ্গলবার হওয়া মিছিলটি পিসিআইইউ ক্যাম্পাস হতে খুলশী থানা প্রদক্ষীন করে ক্যাম্পাস চত্তরে এসে শেষ হয়।
বাংলাদেশ ছাত্রলীগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা এর সভাপতি কাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ওয়াহেদ বুল বুল অর্পন এর নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দ এতে অংশ নেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।যখনই এদেশের উপর কোন অপসংস্কৃতি ভর করেছে, এদেশের মানুষের মালা-মাল ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক তখনই বাংলাদেশ ছাত্রলীগ সেই অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাথ ধরে দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, যখন মানুষের জীবন যাত্রার মান উন্নত হচ্ছে, শিক্ষার মান ও স্বাস্থ্য সেবার গুনগতমান নিশ্চিত হচ্ছে, যখন যুদ্ধাপরাধীর বিচার কার্য শেষ পর্যায়ে ঠিক তখনই মৌলবাদ আর জঙ্গি তৎপরতা। তারা বাংলাদেশকে বিশ্বের সামনে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করছে। এ অপচেষ্টা সফল হবে না।
