জয়-পরাজয় যাই হোক মেনে নেবেন সীমা

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেছেন, জয়-পরাজয় যাই হোক মেনে নেবো। আমার কর্মী সমর্থকদেরকে তা মেনে নিতে বলবো। নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে তিনি গণমাধ্যমের কাছে এ কথা বলেন। বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর মডার্ন প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন সীমা।

তিনি আরো বলেন, ভোট শেষ হতে এখনো অনেক সময় বাকি, তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত আমার কর্মী-সমর্থকদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংযম শান্ত থাকার জন্য অনুরোধ করছি।

কুসিক নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপি সমর্থিত প্রার্থী বর্তমান এই সিটির মেয়র মনিরুল হক সাক্কুর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের রাজনৈতিক দলের আস্থা অর্জনের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে এই নির্বাচনকে। অনেকে বলছেন, এই ভোট নতুন ইসির জন্য চ্যালেঞ্জ।